স্টাফ রিপোর্টার, সিংগাইর, , মানিকগঞ্জ  ২১ এপ্রিল

মানিকগঞ্জের  সিংগাইরে ডাকাত দলের সদস্যর সাথে র‌্যাবের বন্দুক যুদ্ধে কাওসার(৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছে।অপরদিকে র‌্যাবের ২ সদস্য গুরুতর আহত হয়েছেন।

 নিহত-কাওসার জয়পুরহাট জেলার পাচঁবিবি থানার জয়হার গ্রামের লোকমানের ছেলে। ঘটনাটি ঘটেছে, বুধবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রীজ সংলগ্ন।
 নিহত কাওসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, র‌্যাব-৩ সিপিসি-৩ মানিকগঞ্জ এর একটি দল সিংগাইর উপজেলার চারিগ্রাম মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনায় যাওয়ার সময় পথিমধ্যে আলম মার্ডার ব্রীজে পৌনে ২ টার দিকে পৌছালে উৎপেতে থাকা ডাকাত দলের সদস্যরা র‌্যাবের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার জন্য তাৎক্ষনিক পাল্টাগুলি চালায়। এতে উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষনে ডাকাত দলের ১ সদস্য নিহত হন। অপরদিকে র‌্যাবের ২ সদস্য গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থল তল্লাশী করে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি পিস্তল,২টি বড় হাসুয়া(রামদা) ১টি চাপাতি, ২টি চাকু, ২টি প্লাস্টিকের টর্চ-লাইট,২জোড়া সেন্ডেল(জুতা) উদ্ধার করেন র‌্যাব। পরে খবর পেয়ে  সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
বিষয়টি সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো.বখতিয়ার হোসেন নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *