মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার(২১ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে উপজেলা চত্বরে শহিদ মিনারে উপজেলা প্রশাসন,সিংগাইর থানা,উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ,বিভিন্ন শিক্ষা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুস্পমাল্য অর্পন করেন। এবং ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট করে নিরুবতা পালন করেন।
পরবর্তীতে অফিসার্স ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে,উপজেলা বলধারা ইউনিয়নের রফিক নগর গ্রামের শহিদ রফিকের নিজ বাড়ীর শহিদ মিনারে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ.গোলাম আজাদ খান পিপিএম বারসহ স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীরা পুস্পমাল্য অর্পন করেন। এরপর তারা ভাষা শহিদ রফিক উদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন বহি স্বাক্ষর করেন। এ উপলক্ষে শহিদ রফিক জাদুঘর চত্বরে ৪ দিন ব্যাপি আলোচনাসভা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।