সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের হায়াতুন নেছাকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার ১৮দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। বুধবার(২৩ অক্টোবর)দুপুর ১ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত প্রেমিক সবুজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়,গৃহবধু রুনা বেগম তার প্রেমিক সবুজ মিয়াকে সাথে নিয়ে গত ৬ অক্টোবর শ্বাশুরিকে হত্যা করে জামা-কাপড় রাখার সিন্ধুকে লুকিয়ে রাখে। ঔ দিনই সন্ধ্যায় লাশের খোঁজ মিলে এবং থানা পুলিশ লাশ উদ্ধারসহ গৃহবধু ও তার মাকে আটক করে। এ দিকে প্রেমিক পালিয়ে বেড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ঢাকার মিরপুর ১৩ নম্বরে থেকে গ্রেপ্তার করা তাকে।
গ্রেফতারকৃত সবুজ মিয়াকে বুধবার দুপুরে আদালত প্রেরন করা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *