সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:“0৩ ডিসেম্বর

একতাই শক্তি একতাই বল,মানব সেবায় এগিয়ে চল” এই শ্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সেবামূলক সংস্থা,তারুন্যের আলো সংস্থার উদ্যোগে পারিল শাখার অফিস উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার পারিল বাজার এলাকায় ১০৪টি পরিবারের মাঝে এ কম্বল বিতরন
করা হয়। এ কম্বল বিতরন অনুষ্ঠানে তারুন্যের আলো মানবিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো.সুমন দেওয়ানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- তারুন্যে আলো মানবিক সংস্থার উপদেষ্টা,রায়হান উদ্দিন বিপ্লব।

এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা পল্লীবিদ্যুৎ সমিতি,সিংগাইর জোনাল অফিস পরিচালক মো.ফয়েজুর রহমান খান। অন্যন্যদের মধ্যে ছিলেন-তারুন্যের আলো মানবিক সংস্থার সাধারন সম্পাদক অর্নব শাহারিয়ার আরিফ,যুগ্ন সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সিরাজুল ইসলাম,শহিদ রফিক মানবিক সংস্থার
সভাপতি মো.আশরাফ খান,সাবেক ইউপি সচিব রুহুল আমিন সেলিম,নুর মহসিন বিদ্যায়তন সহ:প্রধান শিক্ষক দেওয়ান মোশারফ,নবনির্বাচিত ১নং ওয়ার্ড বলধারা ইউপি সদস্য আলমগীর হোসাইন প্রমুখ। এতে সার্বিক সহযোগীতা করেন-তারুন্যের আলো মানবিক সংস্থার সভাপতি মিজানুর রহমান জুয়েল(প্রবাসী)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *