সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার(১৫ ডিসেম্বর) দিবাগত রাত্রে চোরেরা এসএস পাইপের গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গোবিন্দ মূর্তির অঙ্গে থাকা স্বর্নের ২টি চেইন,গোপাল মূর্তির ১টি চেইন,রাধার কানের ২ জোড়া দোল,তুলশি পাতা ১ জোড়া এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
মন্দিরের সেবাইত ত্রীনাথ চক্রবর্তী জানান,প্রতিদিনের ন্যায় পূজা করে সব বন্ধ করে আমরা পাশেই ঘুমায় পরি। সকাল ৬ টার দিকে ঘুম থেকে ওঠে মন্দিরে গেলে পাশে গ্রীল ও দরজার সিটকিনি ভাঙ্গা দেখে ভিতর প্রবেশ করি। পরে দেখি মূর্তির গলায়,কানে স্বর্নের চেইন নেই।
মন্দিরে সাধারন সম্পাদক তপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে দু:খ প্রকাশ করেন। ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।