সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জনৈক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী(১৩)কে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে কসমেটিকস্ দোকানদার হামিদ(৫০) বিরুদ্ধে। রবিবার(২৮ আগষ্ট)দুপুর ১টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্নে দোকানের ভিতর এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হামিদ উপজেলার দক্ষিন সাহরাইল গ্রামের চান্দু খাঁর ছেলে।
ভিকটিম সংখ্যালঘু জনৈক ছাত্রী জানান- দুপুর ১টায় স্কুল টিফিন দিলে আমি স্কুলের গেটে কসমেটিকস্ এর দোকানে চুড়ি কিনতে যাই। কিছু বুঝে ওঠার আগেই দোকানদার হামিদ সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। বিষয়টি ছুটির পর বাড়িতে গিয়ে আমার আম্মুকে জানাই। পরে আমার আব্বু জানতে পেরে সন্ধ্যার দিকে দোকানদারকে বিষয়টি জিজ্ঞাস করলে সে ক্ষিপ্ত হয়ে যায়। তখন স্থানীয়রা অভিযুক্তকে মারধর করেন। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানদার হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।সে বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।