স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ৭১ বাংলা অনলাইন টেলিভিশন এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আবুল কালাম আজাদ বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর)সিংগাইর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সিংগাইর উপজেলা শাখার যৌথ্য আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, দৈনিক পৃথিবী প্রতিদিন সম্পাদক পিটিভি বাংলার চেয়ারম্যান এফ এম ফজলুল হক।
সদস্য সচিব সুজন মোল্লাহ সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক রেজাউল করিম,অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট শাহাদাৎ সায়েম, মিজানুর রহমান,মোস্তাফিজুর রহমান খান মুকুল ও হামলার শিকার সাংবাদিক আবুল কালাম আজাদ (বিপ্লব) প্রমূখ।
এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।