সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সামাজিক পূজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা) প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ক”সংলাপ”অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মধ্যে সিংগাইর ওয়েভ ফাউন্ডেশনের হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে লোকমোর্চার সমন্বয়কারী হাবিবুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি হাজী আব্দুল বারেক খান।
এতে বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা রওশান আরা,সমাজ সেবা কর্মকর্তা ইমানুর রহমান,উপজেলা লোকমোর্চা কমিটির সম্পাদক আনোয়ারা খাতুন।উপস্থিত ছিলেন-সিংগাইর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও লোকমোর্চা কমিটির উপদেষ্টা জগদীশ চন্দ্র মালো,বীরমুক্তিযোদ্ধা অলক সাহা,সাদেক আলী,আমজাদ হোসেন নান্নু,লোকমোর্চার প্রকল্প কর্মকর্তা সবুজ আলী,ইউপি সদস্যসহ স্খানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।