সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৫ জন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ই মে) বিকাল ৪টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা সংলগ্ন গাজিন্দা ৫ তলা ভবনের সামনে সিংগাইরগামী এলপিজি গ্যাস সরবরাহকারি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ৩ জন গুরুতরসহ ৫ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *