সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষীরা মোল্লা পাড়া মোড়ে ট্রাকের চাপায় ওমর আলী (৫০) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে উক্ত স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী চাপাই নবাবগঞ্জ জেলার চাপাই নবাবগঞ্জ সদর থানার চাপাই চৌহদ্দি গ্রামের ফজর মোল্লার ছেলে। তিনি সাভারস্থ তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
স্থানীয়রা জানান, ইটের খোয়া ভর্তি ১টি ট্রাক হেমায়েতপুর যাচ্ছিলেন এমন সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ১টি ট্রাকের সাথে মুখোমুখি হলে পাশে থাকা ভ্যান এ ফল বিক্রেতা ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্য হয়।
দুর্ঘটনার কিছুক্ষণ পর ঘাতক ট্রাক ও ড্রাইভার মাসুদ কে গ্রেফতার করেন থানা পুলিশ। ট্রাক ড্রাইভার মাসুদ ঢাকার গাবতলীর আজহারের ছেলে ।
এ ব্যাপারে শান্তিপুর তদন্ত ইনচার্জ জাকির হোসেন বলেন,বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘাতক ট্রাক ও ড্রাইভার মাসুদ কে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।