সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল(সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উপলক্ষে তিনদিন ব্যাপি(১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ মে) সকাল ১১ টার দিকে উপজেলা হিসাব রক্ষন অফিসের আয়োজনে বিআরডিবি হলরুমে উপজেলা হিসাবরক্ষন অফিসার সেখ সরিফুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা হিসাবরক্ষন অফিসের অধীক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো.হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান(অস্থায়ী) মোসা.শারমিন আক্তার,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। পরিশেষে সভার সভাপতি সেখ সরিফুল ইসলামের বক্তব্যে মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।