
শাহীন তারেক,মানিকগঞ্জ,১ নভেম্বর
আজ বৃহস্প্রতিবার(১১নভেম্বর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ১১২টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শুরু হয়।সকালের দিকে প্রতিটি কেন্দ্রে প্ররুষ ভোটারের উপস্তিথত কম থাকলেও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশী । তবে বেলা বাড়ার সাঙ্গে সাঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
এ নিবার্চনে বায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের বিপক্ষে চেয়ারম্যান প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে াপ্রতিদ্বন্তি¡তা নেই।তবে মহিলা সংসদ্য ও সাধার সদস্য পদে নির্ববাচন হ”েছ।
বাকি ১০টি ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে ২৫ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০২ সদস্য,সাধারন ওয়ার্ডে ২৯৭ সদস্য বিভিন্ন প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
এতে পুরুষ ভোটার সংখ্যা ১০৯৩৮৪ জন,মহিলা ভোটার সংখ্যা ১০৯৯৪০জন।১১টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি,ভোট কক্ষের সংখ্যা ৫৯২টি।
সিংগাইার উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী বলেন-অবাধ,সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুুতি আছে।