সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার(১৪ ডিসেম্বর)দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফের নাইতনপাড়ার মৃত মাহমুদ উল্লাহর ছেলে মো.সিয়াস উদ্দিন, একই উপজেলার লিংক রোড় এলাকার শামসুল আলমের ছেলে ওসমান সরোয়ার আলম ও সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দূর্গাপুরের হাতেম পালের ছেলে রমজান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে সিংগাইরের চর দূর্গাপুরে বড় একটি ইয়াবার চালান আসছে। পরে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এসময় কক্সবাজারের গিয়াস উদ্দিন এবং ওসমান সরোয়ার আলমের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জয়মন্টপের চর দূর্গাপুর এলাকার রমজানের বাড়ি থেকে আরো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত তিন জনের নামে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্ল্যা “প্রতিদিনের সংবাদকে”জানান-গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে পাঠানো হবে। বার্তা প্রেরক, মো.রকিবুল হাসান বিশ্বাস