সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি

:মানিকগঞ্জের সিংগাইরে ১৩০ গ্রাম হেরোইন ও ৩’শত পিছ ইয়াবা ট‍্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মো.নায়েব আলী(৩৪) একই ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত রওশন আলীর ছেলে মুনছের আলী(৪০)

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ আগস্ট ) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো.আসাদ মিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল উপজেলার বায়রা ইউনিয়নের আলিনগর গ্রামে অভিযান চালিয়ে নায়েব আলীর বাড়ির আঙ্গিনা থেকে হেরোইন ও ইয়াবা ট‍্যাবলেটসহ তাদের দুইজনকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেফতার আসামিদ্বয়ের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন  রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *