সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ২কেজি গাঁজাসহ জসিম(২৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গঁলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জসিম ওই এলাকার তোতা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম(বার)এর দিক-নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মোঃ হাফিজুর রহমান সরকার এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গঁলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর সাকিনস্থ জনৈক ফরিদ হোসেনের বসত বাড়ির দক্ষিন পার্শ্বে মহিদুল ইসলাম এর পতিত জমিতে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী জসিমকে গ্রেফতার করেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।