
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ২০০ লিটার মদের উপকরন ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। আটকৃতরা হলেন-উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বরপট্রি গ্রামের আব্দুল জলিলের ছেলে আশরাফুল ইসলাম(২২),মৃত.দলিলের ছেলে আব্দুল জলিল(৬৫),সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাল গ্রামের শেখ ইস্রাফিলের ছেলে আখতার হোসেন(৩৪)।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর সার্কেলের এএসপি মোহা.রেজাউল হকের নির্দেশনায় ওসি সফিকুল ইসলাম মোল্ল্যার তত্ত্বাবধানে এসআই শেখ তারিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে ২০০লিটার মদের উপকরন ও দেশীয় অস্ত্রের মধ্যে ২টি রাম দা, ১টি চাপাতি,১টি ছোড়া,৬টি টেটা উদ্ধার করেন। এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন- মাদক আইন ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।