
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে আলমাস(৭৫)নামের এক বৃদ্ধ বিষ পানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে,রবিবার(১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চরশ্যামনগর গ্রামে।নিহত বৃদ্ধ ঐ এলাকার মৃত শেখ ফটিক মিয়ার ছেলে।
জানা গেছে,রবিবার বিকালে বৃদ্ধ আলমাসের সাথে ছেলেদের বিবাদ লাগে।এতে সে ক্ষিপ্ত হয়ে ছেলেদের ওপর অভিমান করে পরিবারের অজান্তে বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।পরে সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্য তার মৃত্যু ঘটে। এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।