
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে (১১ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনার সময় সহিংসতা এড়াতে আজ শনিবার(৬ নভেম্বর) বিকাল আড়াই টার দিকে উপজেলার বলধারা,জামশা,সায়েস্তা ও চান্দহর ইউনিয়ন নির্বাচনী এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।
পরিদর্শন কালে বিভিন্ন ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ওয়ার্ড সদস্য এবং কর্মীদের উদ্যেশ্য এসপি বলেন-সিংগাইরের ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে। কেউ সহিংসতায় জড়িয়ে পরবেন না। প্রচারনা কালে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে আমরা কঠিন ব্যবস্থা নিব। তিনি আরো বলেন-আপনাদের ভোট আপনারা দিবেন। যাকে খুশি তাকে দিবেন। কোন সমস্যা হবে না,হতে দিব না। আমরা সুষ্ঠ নির্বাচন দিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগীতা করব। এ জন্য সকলের সহযোগীতা কামনা করেন এসপি। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ ) মো.হাফিজুর রহমান,সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি মোহা.রেজাউল হক,ওসি মো.সফিকুল ইসলাম মোল্ল্যা,জেলা ডিবি ইন্সপেক্টর মো.নজরুল ইসলাম,পুলিশ উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমানসহ সিংগাইর থানার অন্যন্য অফিসার বৃন্দ।