মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইর ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ৩১২ শতাংশ উদ্ধারকৃত খাস জমি ও উক্ত স্থানে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় ধাপের আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন-ঢাকা জেলার বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান। এ ছাড়াও উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা সেন্টার ও সকল ইউপি সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন তিনি। মঙ্গলবার(১১ জানুয়ারী) আড়াই থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ.আব্দুল লতিফ,অতিরিক্ত জেলা
প্রশাসক(রাজস্ব)মাসুদ রানা,উপজেলা নিবার্হী অফিসার রুনা লায়লা,সহকারি কমিশনার(ভূমি) শাম্ধসঢ়;মা লাবিবা অর্নব,ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ.জাহিদুল ইসলাম ভ’ইয়া,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদৎ হোসেন প্রমুখ।

May be an image of 12 people, people standing, tree and outdoors

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *