
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৭ বছর পর ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মনোনীত হয়েছেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি,সাধারন সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারন সম্পাদক পদে শহিদুর রহমান শহিদ মনোনীত হন ।
শনিবার(৩০ জুলাই) সকাল ১১ টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ’লীগের আয়োজনে আব্দুল মাজেদ খান এর সঞ্চালনায় এ সম্মেলনে সভাপতিত্ব করেন মমতাজ বেগম এমপি। এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য লে.কর্নেল(অব:)ফারুক খান,এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম,এমপি,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান,সদস্য আনোয়ার হোসেন,শাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়,এমপি,মানিকগঞ্জ পৌর সভা মেয়র মো.রমজান আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো.বাশার প্রমুখ। প্রধান বক্তা ছিলেন-মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সালাম পিপি। এ অনুষ্ঠান উদ্বোধন করেন-জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.গোলাম মহিউদ্দিন। এ সম্মেলন জেলা,উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।