
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
“উন্নত বাংলাদেশ গড়তে ইটের কোন বিকল্প নাই”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ জানুয়ারী)দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে সভাপতি ইঞ্জি.শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন মো.মোশাররফ হোসেন। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি খলিলুর রহমান, মহাসচিব আশাদুর রহমান রাকিব,সাবেক মহাসচিব মো.এফতেখার হোসেন,জেলার সভাপতি বশির রেজা,সাধারন সম্পাদক সামচুল ইসলাম,উপজেলা শাখার সভাপতি ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন,সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস,বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, সায়েস্তা ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদ সদস্য এফ.এম রিপন আক্তার,উপজেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ইট ভাটা মালিক গন। অনুষ্ঠান শেষে রাফেল-ড্র অনুষ্ঠিত হয়। রাফেল-ড্রতে ১ম পুরুস্কার পেয়েছেন ইট ভাটার মালিক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবু। পরিশেষে সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।