
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার সিংগাইর ও হরিরামপুর থানার অপমৃত্যু মামলা নিষ্পত্তি করে এখন মামলা শূন্য রয়েছে বলে সূত্রে জানা গেছে। গত নভেম্বর মাসে সিংগাইর থানা ২টি, পূর্বের ১টি,হরিরামপুর থানা ২টি অপমৃত্যু মামলা হয়ে ছিল। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম(বার) ও মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম(বার)এর দিক নির্দেশনায় ৫টি মামলায় নিষ্পত্তি হওয়ায় বর্তমানে ২টি থানায় অপমৃত্যু মামলা শূন্য রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হক এ প্রতিবেদককে জানান-প্রতিমাসের মামলা প্রতিমাসে শেষ করা আমাদের কঠিন একটি কাজ। ডিআইজি ও পুলিশ সুপারের দিক নির্দেশনায় সে কাজটি করতে আমরা সক্ষম হয়েছি।আমাদেন এ ধারা অব্যাহত থাকবে।