সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর থানার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ব্যাড মিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সিংগাইর থানা চত্ত্বর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার মোহাম্মদ.গোলাম আজাদ খান পিপিএম বার। এতে আরোও উপস্থিত ছিলেন-সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,জেলা পরিষদ সংরক্ষিত আসনের মহিলা সদস্য এফ,এম রিপন আক্তার,সিংগাইর থানার অফিসার ইনচার্জের সহধর্মিনী দিপু মনিসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এ ব্যাড মিন্টন খেলায় পৌর মেয়র দল বনাম সিংগাইর থানার দলসহ ১০টি দল অংশগ্রহন করবে।