সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সরকার ঘোষিত ফ্রি টিকা গ্রহনের নির্দেশ দেন সরকার। কিন্তুু ওই স্কুলে দেখা যায় ব্যতিক্রম। প্রধান শিক্ষক নিয়মনীতির তোয়াক্কা করে প্রত্যেক ছাত্রীর কাছ থেকে ২ শ”করে টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। খোঁজ নিয়ে গেছে, ১২ বছরের উর্দ্ধে ছাত্র ছাত্রীদের ফ্রি টিকা প্রদানের নির্দেশ থাকলেও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের টিকা প্রদানের আগে জন প্রতি ২শ টাকা করে প্রায় লক্ষাধিক টাকা উত্তোলন করায় অভিভাবকদের মধ্য ক্ষোপের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী বলেন- আমাদের কাছ থেকে ২শ টাকা করে নিয়েছে। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক মো.আতাউর রহমান টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন -গাড়ী ভাড়া ও নাস্তা খাওয়ানোর জন্য টাকা নেয়া হয়েছিল। ইউএনও টাকা ফেরৎ দিতে বলছে। আগামীকালের মধ্যে টাকা ফেরৎ দিয়ে দিব। ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারা খাতুন বলেন-বিষয়টি আমি শুনেছি। ইউএনও ম্যাডাম টাকা ফেরৎ দিতে বলছে। উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা জানান-টাকা উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষনিক আমি প্রধান শিক্ষককে টাকা ফেরৎ দিতে বলেছি।