মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে
মানিকগঞ্জের সিংগাইর পৌর আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সামনে রেখে সিংগাইর পৌর আ’লীগের পুনরায় সভাপতি প্রত্যাশী-আব্দুস ছালাম খান। তিনি পৌর সভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর। সে উক্ত পৌরসভার গরীব,সমাজে নিম্ন আয়ের মানুষের সহযোগীতা,সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন,রাজনৈতিক ও সেবামূলক কাজে সক্রিয় অংশ গ্রহনসহ সততা ও নিষ্ঠার সহিত পৌর আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভা আ’লীগের সভাপতি হিসেবে সরকারি সেবাসমূহ জনবান্ধব করণ,সমাজের পিছিয়ে পরা মানুষদের সচেতন করে গড়ে তোলা,বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে নারী-নির্যাতন,বাল্য বিবাহ,মাদক ও সন্ত্রাস নির্মুল করনে মানুষকে সচেতন করা এ ছাড়া ও কৃষি,শিক্ষা,স্বাস্থ্য নিয়ে জনগনের সাথে কাজ করা,কন্যাদ্বায় গ্রস্থ পিতা-মাতাদের সহযোগীতাসহ বিগত জাতীয় সংসদ নির্বাচন,উপজেলা পরিষদ নির্বাচন,ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে নিরলস ভাবে কাজ করেছেন। তার এহেন কাজ কর্মের বিবেচনায় তিনি পুনরায় সভাপতি হওয়ার যোগ্যতা রাখে বলেও দলের নেতাকর্মীরা জানান। পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম “স্বদেশ বাংলা নিউজ”এ প্রতিবেদককে বলেন-দল আমাকে যোগ্য মনে করে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করলে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি হাতকে শক্তিশালী ও দলের সাংগঠনিক কাজ কর্ম আরো সুসংগঠিত করে গড়ে তুলব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *