। মো.রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ২০ বছর পর্দাপন ও বর্তমান পৌর পরিষদের দায়িত্ত্ব গ্রহনের ১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা,জনতার মুখোমুখি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার(২৩ মার্চ) বিকাল ৫টার দিকে পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে প্যানেল মেয়র সমেজ উদ্দিনের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন-পৌর মেয়র আবু নাঈম মো.বাশার।
পৌর মেয়র আবু নাঈম মো.বাশার ১ বছরের উন্নয়ন জন সাধারনের কাছে তুলে ধরেন এবং সাধারন পৌর জনগনের প্রশ্নের উত্তর দেন তিনি এবং সকল নাগরিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন-সাবেক পৌর মেয়র মীর মো.শাহজাহান,সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা,সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নরু উদ্দিন,সাবেক সিংগাইর সরকারি কলেজের অধ্যাপক জগদীশ চন্দ্র মালু,বেনী মাধব সরকার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,পৌর সচিব বেগম ইরানী আক্তার,ইঞ্জি.কামরুল ইসলামসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী,পৌর কাউন্সিলর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রাত অধ্যবধি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।