ডেক্স রিপোর্টঃ ০৯ নভম্বের
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাগনের সাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সিনহাশীষ দাস এর সভাপতিত্বে সিরাজদিখান প্রাথমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি শিক্ষদের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধুর কন্যা আমাকে জাতি গঠনের যে মহান দায়িত্ব অর্পণ করেছেন।আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি, শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ-সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম,মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভুইয়া ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিনসহ মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন।