স্টাফ রিপোর্টার,
সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হলেন মানিকগঞ্জের কৃতিসন্তান এস এম সাইফুল ইসলাম। সোমবার (২ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদোন্নতি দেওয়া হয়।
এস এম সাইফুল ইসলাম বিসিএস খাদ্য (সাধারণ) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে কর্মরত ছিলেন।
তিনি ২০০৮ সালে খাদ্য মন্ত্রণালয়ে সহকারি খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি কুড়িগ্রাম, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ,  বগুড়া ও দিনাজপুর জেলাতে সফলতার সাথে জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি অনুষদ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯২ সালে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।
তিনি মানিকগঞ্জ জেলাশহরের গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *