• সি়গাইরে এ্যস্পায়ার গার্মেন্টেসে সংঘর্ষে নারিসহ শ্রমিক আহত-৫
মানিকগঞ্জ  জেলা সংবাদদাতা ২৩এপ্রিল
:মানিকগঞ্জের সিংগাইর বিন্নাডাঙ্গী এ্যস্পায়ার গার্মেন্টেসের কর্মকর্তা ও শ্রমিকদের সাথে সংঘর্ষে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার(২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকার এ্যস্পায়ার গার্মেন্টেসে এ ঘটনা ঘটে।
 আহতরা হলেন-প্যাকিং ম্যান মজিদুল হক ও জাহিদুল,হেন্টেকম্যান ফাতেমা,রেসমা,রুপালী।
গার্মেন্টেসের শ্রমিক রতন,সিয়াম জানান,শুক্রবার শ্রমিক মহিদুর,ফরিদ,ফাতেমা,জাহিদ এরা সকাল থেকে দুপুর পর্যন্ত গার্মেন্টেসে কাজ করে বিরতির সময় বাসায় গিয়ে অসুস্থ্যতাবোধ করলে কর্মস্থলে আসেনি। আজ শনিবার সকাল ৮ টার দিকে ঐ শ্রমিকরা প্রতিদিনের ন্যায় গার্মেন্টেসে গিয়ে কাজে যোগ দিলে অভিযুক্ত ফ্লোর ইনচার্জ মানিক,আজিজ,ফিনিসিং বিভাগের আতিক ও এসআর বিভাগ মাজেদ,খোকনদের সাথে বেতন বোনাস নিয়ে দু,পক্ষের কথা কাটিকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে কর্মকর্তা মানিক গংরা নারি শ্রমিকসহ  ৫ জনকে বেধরক মারধর করে গুরুতর আহত করেন। পরে ঐ গার্মেন্টেসের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শ্রমিক মারধরে বিচার দাবিতে হেমায়েতপুর-সিংগাইরÑমানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। এবং একাধিক শ্রমিকরা বলেন-এ গার্মেন্টেসের কর্মকর্তারা সব সময় আমাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *