স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাঙডুবি এলাকায় খিড়াই নদীতে সেতু না থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পড়েছে এলাকাবাসী। এ রাস্তায় গাঙডুবি, দিয়াইল নালী, বিজয়নগর, কলতাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। স্কুল-কলেজ, হাট-বাজার, জেলা শহরের সাথে যোগাযোগের অন্যতম রাস্তা হচ্ছে এটি। নদীতে সেতু না থাকায় কোনো যানবাহন পারাপার হতে পারে না। ভাঙ্গাচোরা কাঠের সেতুই একমাত্র ভরসা। এছাড়া উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত এলাকার কৃষকরা।
এলাকাবাসীর দাবী অসহায় মানুষের মুখের দিকে তাকিয়ে নদীতে একটি পাকা সেতুনির্মাণ ও রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক।
নালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু জানান, খিড়াই নদীতে সেতুর প্রয়োজনীয়তা অনুধাবন করে ব্রিজ নির্মাণের টেন্ডার হয়েছিল। টাকার পরিমান বেশী হওয়ায় সে টেন্ডার বাতিল করে রি-টেন্ডার করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ঘিওর উপজেলা প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান জানান, ঘিওর উপজেলার খিড়াই নদীতে ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। ৯০ মিটার দৈর্ঘ সেতুটি ৮ কোটি ৫৯ লক্ষ টাকায় বাস্তবায়িত হবে।