মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ) থেকে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা গ্রামের মরহুম প্রফেসর আফসার উদ্দিনের কবর জিয়ারত করলেন-পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম.এনামুল হক শামীম। আজ শনিবার(৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে কৌশল বিনিময়সহ সার্বিক খোজ খবর নেন-মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- মরহুম আফসার উদ্দিনের ছোট ভাই আব্দুল মান্নান,উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি মোহা.রেজাউল হক,ওসি মো.সফিকুল ইসলাম মোল্ল্যাসহ সিংগাইর থানার অফিসারবৃন্দ। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য,নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.আফসার উদ্দিন আহমেদের (৯ অক্টোবর)সকালে হঠাৎ বুকে ব্যথা ওঠলে পরিবারের লোকজন দ্রুত হৃদরোগ ইন্সটিটিউটে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্য হয়। ঐ দিন বিকালে জা.বির মাঠে জানাজা শেষ(১০ অক্টোবর)তার নিজ গ্রাম সিংগাইর উত্তর জামশা এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *