মানিকগঞ্জ ,১২ নভেম্বর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জের নিজ ইউনিয়ন গড়পাড়ায় টিসিবির পন্য বিতরণের সময় বলেছেন, আমাদের দেশে ডেঙ্গু রোগ নতুন নয়,গত বছরও ডেঙ্গু ছিলো।এবছর বাংলাদেশ ডেঙ্গু রোগ অনেক বৃদ্ধি পেয়েছে।শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াতে থাইল্যান্ড বলেন সিংগাপুর বলেন মালোয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন ফিলিফাইন বলেন সব দেশে ডেঙ্গেু অনেক বেড়ে। বাংলাদেশ থেকে ওই সব দেশে ডেঙ্গু রোগ অনেক বেশী বৃদ্ধি পেয়েছে।আমাদের দেশে হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের চিকিৎসার কোন ঘাটতি হয়। তার পর দুইশ মতো ডেঙ্গু রোগী মারা গেছেন। আগামীতে বৃষ্টি না হলে দেশের ডেঙ্গু রোগ কমে যাবে।সেই সাথে বাড়ির আশে পাশে পরিস্কার পরিচ্ছন রাখার কথা বলেন মন্ত্রী।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নিজ ইউনিয়ন গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৭৪২ জনকে টিসিবির পন্য বিতরণ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি গ্রামীন অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি,যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল ,সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, একটি অ্যাম্বুলেন্স রোগীর জীবন বাঁচাতে অনেক ভূমিকা রাখেন। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকির অনেক কমে যায়।গড়পাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে গ্রামীণ অ্যাম্বুলেন্স একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অ্যাম্বুলন্সেটি গ্রামের সকল রাস্তা দিয়ে চলতে পারবে। এই ধরণের অ্যাম্বুলেন্সের উদ্যোগ প্রতিটি ইউনিয়নে নিলে স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি পাবে। এই উদ্যোগ সফল হলে সারা দেশের এই ধরণের প্রকল্প গ্রহন করা হবে।
স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন,আওয়ামীলী সরকারকে ফাঁদে ফেলার জন্য বিএনপি সারা দেশে জাল ফেলছে।মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।তাদের যড়যন্ত্র কখনই সফল হবে না।করোনাকালিন ও বন্যা সময় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়নি। তার শুধু বড় বড় কথা বলেতে পারেন। এখন একটা দুযোর্গ পুরো পৃথিবীতে চলছে, বাংলাদেশে এর প্রভাব পড়েছে। বিএনপি জামায়েত নেতারা দুযোর্গ লাঘব করবে কি, তারা বিভিন্ন জায়গায় সমস্যা সৃস্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেস্টা করছে। জনগন ভালো করে জানে কারা জনগনের প্রকৃত বন্ধু । কারা দেশ স্বাধীন করেছে কারা দেশের উন্নয়ন করছে। তাই জনগনকে ধোকা দেওয়ার সময় নেই। দেশের উন্নয়ন চলমান রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি জামায়াতের চক্রান্তের জালে মানুষ আর কোন দিন পা দেবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *