মানিকগঞ্জ সংবাদদাতা, ২৩ ভিসেম্বর
মানিকগঞ্জের সিংগাইরে অটোবাইকে গায়ের চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী (৪৭) নামে এক সবজির ব্যবসায়ির মৃত্যু হয়েছে।
আজ বেলা সাড়ে ৯ টার দিকে মানিকগঞ্জ সিংগাইর সড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সবজি ব্যবসায়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুদ্দুস আলী সাভারের তেতুলঝোড়া এলাকায় থাকেন। তিনি সিংগাইরের জয়মন্টপ থেকে সবজি কিনে ব্যবসা করতেন। সকালে অটোবাইকে সবজি নিয়ে তিনি তেতুলঝোড়ার উদ্দেশ্যে রওনা হন। চালকের পাশে বসে তিনি যাচ্ছিলেন। পথিমধ্যে তার শরীরে থাকা চাদর অটোবাইকের মেশিনের সাথে জড়িয়ে যায়। পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।