সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
সৌদি আরবে ওমরা হজ্ব পালন করতে গিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম নিজের ফেসবুক আইডিতে তাস খেলার ছবি পোষ্ট করে বিতকের্র জন্ম দিয়েছেন। তিনি ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের আলী হোসেনের পুত্র।
গত ২১ নভেম্বর আলীমের ফেসবুক আইডিতে সৌদি আরবের আল খারিজে সৌদিয়ান বন্ধুর বাসায় রাতের খাবারের কয়েকটি ছবির সাথে তাস খেলার একটি ছবি পোষ্ট করেন। তাস খেলার ছবিটি মুহুর্তের মধ্যে ভাইরাল হলে বিতর্কের সৃষ্টি হয়। নেট দুনিয়ায় অনেকে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেন। তবে বেশীরভাগ মানুষ হজ্বে গিয়ে তাস খেলার এ ছবিকে নেতিবাচক হিসেবে দেখছেন। আব্দুল আলীমের এ হজ্বকে লোক দেখানো এবং না জায়েজ বলে উল্লেখ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল আলীম সৌদি আরবে অবস্থান করায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।