
শাহীন তারেক, মানিকগঞ্জ, ২৯ আগস্ট
মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার বেলা ১১ টায় আসামীর উপস্থিতে এই আদেশ দেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে হৃদয় ওরফে মানিক।
নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা যায় চলতি বছরের ১২ মে সকাল ৯ টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে হত্যা করে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয় কে আটক করে পুলিশে সোপর্দ করে।
তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই আদেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুস সালাম এবং আগামীর পক্ষের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কাসেম ও মো. কাউসার।