হরিরামপুর প্রতিনিধি : ১৯ জুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে চলাচল বাল্কহেডের কর্মচারীদের মারপিট করে চাঁদা দবি করায় ৮জনের নাম উল্লেখ করে হরিরামপুর থানায় মামলা করেছেন এক বালু ব্যবসায়ী। রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য।

মামলার অভিযুক্ত আসামীরা হলেন, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমানেরের ছেলে নবীনূর দেওয়ান (২৭), বহলাতলী গ্রামের জিন্নাল দেওয়ানেরের ছেলে তারেক দেওয়ান (৪৩), আকতার মন্ডল ওরফে ফালান মন্ডলেরের ছেলে আবজাল হোসেন (৪৭), গোপীনাথপুর গ্রামের শহিদ মাদবরেরের ছেলে মোঃ রবিউল ইসলাম রাজা, দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত দেওয়ান শামছুর রহমানেরের ছেলে টিপু দেওয়ান (৪৫), ও মোশাররফ পোদ্দারেরের ছেলে মামুন পোদ্দার (২৭), গোপীনাথপুর উত্তরপাড়ারর কইলার ছেলে নাসির (২২) ও কালই গ্রামের আঃ মান্নানেরের ছেলে এরশাদসহ (৫০) আরও ৮/১০ জন অজ্ঞাত উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের বালু ব্যবসায়ী রাজু আহমেদ, তার বাল্কহেডেগুলো সিরাজগঞ্জ থেকে বালু বোঝোই করে গত ৪ জুন দুপুরে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক এলাকা ঘাট হতে আনুমানিক ১ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম দিকে দিয়ে পদ্মা নদীর মাঝ দিয়ে যাওয়ার পথে উল্লেখিত ব্যক্তিবর্গসহ ১০/১৫ জনের একটি দল বাল্কহেডের কর্মচারীদের মারধর করে প্রতি বাল্কহেড হেইতে ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকিও দেন।

এই বিষয়ে মামলার বাদী ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, আমি সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সরকারী ইজারা প্রদানকৃত বালুমহল থেকে বালু উত্তলন করে দেশের বিভিন্ন জেলায় মেগা প্রকল্পগুলিতে দীর্ঘদিন যাবত বাল্কহেডের মাধ্যেমে বালু সরবরাহ করে আসছি।

গত ৪ জুন হরিরামপুর উপজেলার পদ্মা নদী দিয়ে আমার বালু বোঝাই বাল্কহেড যাচ্ছিল। সে সময় ১০/১৫ জন চাঁদাবাজ আমার বাল্কহেডের কর্মচারীদের মারধর করে চাঁদা দাবি করে। এসময় চাঁদাবাজরা বলেন আমাদের এই জায়গা দিয়ে বালু নিলে প্রতিটি বাল্কহেড প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, এই বিষয়ে গত শনিবার ৮ জনের নাম উল্লেখ করা একটি অভিযোগ পেয়েছি এবং রাতেই মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *