জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনী সহিংসতা এড়াতে মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল খ্যাত তিনটি ইউনিয়ন লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগরে বিশেষ পুলিশি ক্যাম্প করা হয়েছে বলে জানা গেছে।
গত ২২ ডিসেম্বর (বুধবার) হরিরামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার হতে নির্বাচনী এ বিশেষ টিম চরাঞ্চলে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কাজ করবে।
নটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানবেন্দ্র বালো এই বিশেষ পুলিশি ক্যাম্পের নেতৃত্ব দিবেন। এ প্রসঙ্গে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুর্গম চরাঞ্চলের তিনটি ইউনিয়নের জন্য বিশেষ পুলিশি ক্যাম্প করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে এই পুলিশি ক্যাম্প চালু করা হবে। উল্লেখ্য, ৫ম ধাপে অনুষ্ঠিত এ উপজেলায় ভোট গ্রহণ আগামী ৫ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *