নিজস্ব প্রতিনিধি :৩০ অক্টোবর
মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা নতুন বাজার এলাকার খেয়াঘাটের নারী মাঝি চপলা রাণী দাসের পাশে দাঁড়ালেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার এলাকার ব্রিটানিয়া লেবেল বিডি’র চেয়ারম্যান জামিল আহমেদ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এই নারী মাঝি চপলা রাণীর জীবন সংগ্রামের কথা জানতে পেরে সহযোগিতায় এগিয়ে আসেন তিনি।
জানা যায়, গত ২৯ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা নতুন বাজারে চপলা রাণীর ছেলেকে ব্রিটানিয়া লেবেল বিডি’র চেয়ারম্যান একটি অটোরিক্সা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিটানিয়া লেবেল বিডি’র পক্ষ থেকে বদরুল আলম বাদল, বাল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রাজিবুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বিগত প্রায় দুইমাস আগে একাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তুলে ধরেন চপলা রাণীর সংগ্রামী জীবনবৃত্তান্ত। চপলা রাণী দাসের জীবনযুদ্ধের সংবাদ প্রকাশের ফলে হরিরামপুর উপজেলা প্রশাসনসহ জেলা ছাত্রলীগ ও অন্যান্য দানবীর ব্যক্তিরা এগিয়ে আসেন চপলা রাণীর সাহায্যার্থে।
চপলা রাণী দাস এ প্রসঙ্গে বলেন, “আজ আমার শেষ বয়সের কষ্টের কথা সংবাদ প্রকাশের মাধ্যমে জেনে যারা আমার পাশে দাঁড়িয়ছেন, তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। আজ যে ভদ্রলোক জামিল আহমেদ আমার ছেলেকে অটো রিকশা দিয়ে আয়রোজগারের ব্যবস্থা করে দিলেন, আমি তার কাছেও চিরকৃতজ্ঞ।”
পঞ্চাশোর্ধ বয়স্ক চপলা রাণী দাস উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুবাস দাসের স্ত্রী।
তিনি উপজেলার ঝিটকা নতুন বাজার হতে গোপীনাথপুর মনোপীরের মাঝার (বটতলা) ইছামতী নদীর ঘাটে প্রায় দেড় যুগ ধরে মানুষ পারাপার করছেন। স্বামীর রেখে যাওয়া পেশাকেই আকঁড়ে ধরে খেয়া ঘাটের মাঝি হয়ে নৌকা চালিয়ে চার সদস্যের সংসারের মাঝির দায়িত্বও পালন করছেন তিনি।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে ব্রিটানিয়া লেবেল বিডি’র পক্ষ থেকে সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও কোম্পানিটির চেয়ারম্যান বিভিন্ন জেলার অসহায় মানুষকে সহায়তা করছেন বলেও জানা যায়।