J.I. Akash

জ. ই. আকাশ (হরিরামপুর) মানিকগঞ্জ থেকে :

মানিকগঞ্জের হরিরামপুরের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

২ জানুয়ারী (রবিবার) দুপুরে বিদ্যালয় মাঠে কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে কেক কেটে শপথ বাক্যপাঠ ও জাতীয় সংগীত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্মরণে নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে বর্নাঢ্য শোভাযাত্রায় সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ ও পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত শিক্ষক হরিপদ সুত্রধর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারি শিক্ষক ওয়াহিদুর রহমান, আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তণ ছাত্র ও জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শামীমা আক্তার চায়না, প্রাক্তণ ছাত্র আবু সাইদ, ফারুক হোসেন, আবিদ হাসানসহ স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্র- ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ১৯১৫ সালের ২ জানুয়ারি বিদ্যালয়টির যাত্রা শুরু হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *