
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষ প্রেমীখ্যাত শাহজাহান বিশ্বাস (৬৫)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভাতিজা অগ্রণী ব্যাংক কর্মকর্তা আহসান হাবিব শোভন। শোভন মুঠোফোনে আরও জানান, পনের দিন আগে করোনা ভাইরাস আক্রান্ত হন এই বৃক্ষ প্রেমিক। পরে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৭৩ সালে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৭৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রবাসে চলে যান। সেখানে প্রায় ৫ বছর কাটান তিনি। এরপর নিজ গ্রাম উপজেলার কৌড়িতে চলে আসেন। বাড়ির উঠানে গড়ে তুলেন বিশাল নার্সারীর এক সাম্রাজ্য। সেখান থেকে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তা-ঘাটের দু’পাশে। তিনি নিজ খরচে রাস্তা-ঘাটের পাশের জায়গাগুলো পরিস্কার করে গাছের রোপণ করেই থেমে যাননি। এরপর গ্রামের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন। এর ফলে তিনি বৃক্ষপ্রেমী হিসেবে পুরো জেলায় পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুতে কৌড়ি গ্রামসহ পুরো বৃহত্তর ঝিটকা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন পেশা শ্রেণীর মানুষসহ সামাজিক সংগঠনগুলো শোকবার্তা পেশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনটির পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, “চিরশ্রদ্ধা জানাই মহান বৃক্ষসাধক শাহজাহান বিশ্বাস-এর প্রতি। আল্লাহ তাঁকে বৃক্ষাচ্ছাদিত তরুছায়ায় চিরশান্তিতে রাখুন।”