
নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের হরিরামপুরের ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে ডিজিটাল অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সচেতনতামূলক আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের মাঝে সমসাময়িক বিষয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদেরকে সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, ধর্মীয় উস্কানি ও বাল্যবিবাহসহ সমাজের নানারকম অপরাধের ওপর বিশদ আলোচনা করেন। এছাড়াও তিনি ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কেও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল বাশার, সাবেক সভাপতি এম. খায়রুল বাশার, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রেজা, বাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান রাজু, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বিল্টু, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান মনির হোসেনসহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।