
নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সকল শ্রেণীপেশার জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও শিক্ষানুরাগী হাজী মো. ওবায়দুর রহমান বাবুল। তিনি উপজেলার সদর ইউনিয়ন খ্যাত বয়ড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের মৃত উকিল উদ্দিন মাতবরের ছোট ছেলে।
জানা যায়, যৌবনের সূচনা লগ্ন হতেই কর্মজীবনের জন্য ঢাকায় অবস্থান নেন। পরবর্তীতে তিনি শ্রম ও মেধার মধ্য দিয়ে ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি পুরান ঢাকা এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঢাকার বংশালে রয়েছে তার কয়েল শীটের ব্যবসা। আমদানী রপ্তানিকারক সহ সাভারে রয়েছে তার ডেভেলপারের ব্যবসাও। এর ফলে দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষসহ হতদরিদ্রদের সার্বিক সেবা প্রদানের চেষ্টা করছেন তিনি। এর ফলে ২০১১ সালে নিজ গ্রামে ছেলের নামে তিনি প্রতিষ্ঠা করেন দরিকান্দি সারোয়ার হোসেন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা। ওই সময় ১০জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিলেন মাদ্রাসাটি। বর্তমানে মাদ্রাসায় ছাত্র সংখ্যা ৬০ জন। গত বছর মাদ্রাসাটিতে আইডিয়াল শাখা চালু করা হয়েছে।এ শাখায় ছাত্র সংখ্যা ১০০ জন। উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানেও বিভিন্ন উন্নয়নের ছোঁয়া।
মেধাবী শিক্ষার্থীদেরকেও দিয়েছেন সম্মাননা। একান্ত আলাপচারিতায় এই সমাজসেবক মো. ওবায়দুর রহমান ওরফে বাবুল হাজি জানালেন, “খুব অল্প বয়সেই জীবন জীবিকার তাগিদে ঢাকা মুখী হই। আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য করে কোনো রকম দাঁড়াতে পেরেছি। যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে আমার জন্মভূমি হরিরামপুরের মানুষের জন্য নূন্যতম হলেও কিছু করার চেষ্টা করছি। যা এখনও অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, “যত দিন হায়াত আছে, আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই। খুব বেশি কিছু করা এখনও সম্ভব না হলেও আমি একটি মাদ্রসা ও এতিম খানা প্রতিষ্ঠা করেছি। যা এলাকার বিশিষ্টজনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।” পরিশেষে তিনি বলেন, “আমি মনে প্রাণে এলাকার মানুষের সেবা করতে চাই। কারণ আমি বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। এলাকার সকল শ্রেণীর মানুষের ভালবাসা ও দোয়া নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, ইনশাআল্লাহ।”