জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরের হারুকান্দি ইউনিয়নে আওয়ামী যুবলীগের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলার হারুকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর বাজার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে হারুকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সি. সহ-সভাপতি মো. আরিফ হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হারুকান্দি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শেখ মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহব্বত চৌধুরী, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুল সাহা, হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. কিসমতের সঞ্চালনায় জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়।