জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা অধ্যুষিত ৫ নং হারুকান্দি ইউনিয়নে দ্বিমুখী লড়াইয়ে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী দলীয় বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চুন্নু। তিনি গত নির্বাচনসহ চলতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। এবাবের নির্বাচনে তার প্রতীক আনারস। অপর দিকে এই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন।
দলীয় সূত্রে জানা যায়, এই ইউনিয়ন থেকে ২জন দলীয় ফরম কিনলেও দলীয়ভাবে মনোনয়ন পান শেখ মোশারফ হোসেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন আসাদুজ্জামান চুন্নু। তবে এ ইউনিয়নে দ্বিমুখী ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও এলাকাবাসীর মন্তব্য।
এ ব্যাপারে সরকার দলীয় প্রার্থী মোশারফ হোসেন জানান, “দলীয়ভাবে আমাকে মনোনয়ন দিলেও দলের নীতিনির্ধারকদের উপেক্ষা করে বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান চুন্নু নির্বাচনে অংশ গ্রহণ করছেন। ফলে নৌকার জয়ে অনেকটাই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
” স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান চুন্নু বলেন, “আমি বর্তমান চেয়ারম্যান। গত পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। দলীয়ভাবে আমাকে মনোনয়ন না দেয়ায় জনগণের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনেও অংশগ্রহণ করছি। নির্বাচন গণতান্ত্রিক অধিকার। যে কেউ করতে পারে।” উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে বর্তমান মোট ভোটের সংখ্যা ৫৯৩৮।