
ডেক্স রিপোর্ট,
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন কমিটির সভায় এই ১৩ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
নৌকা প্রতীক মনোনয়ন প্রাপ্তরা হলেন- বাল্লা ইউনিয়নে মো. বাচ্চু মিয়া, গালা ইউনিয়নে মো. রাজিবুল হাসান রাজিব, চালা ইউনিয়নে কাজী আব্দুল মজিদ, বলড়া ইউনিয়নে মো. মোসলেম উদ্দিন খান কুন্নু, হারুকান্দি ইউনিয়নে শেখ মোশারফ হোসেন, বয়ড়া ইউনিয়নে মো. মহিদুর রহমান, রামকৃষ্ণপুর ইউনিয়নে মো. ইদ্রিস, গোপীনাথপুর ইউনিয়নে সোহরাব আলী আকন্দ, কাঞ্চনপুর ইউনিয়নে গাজী বনি ইসলাম রূপক, লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, সুতালড়ী ইউনিয়নে মো. আব্দুস সালাম, ধুলশুড়া ইউনিয়নে জায়েদ খান এবং আজিমনগর ইউনিয়নে মো. বিল্লাল হোসেন।
পুনঃঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২১, মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।