drew

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :

মানিকগঞ্জের হরিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে ৩ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঠাকুরপাড়া ও বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানসূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে লাল গুড় তৈরি করার দায়ে ঠাকুরপাড়া গ্রামের সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা ও হাঁপানিয়া গ্রামের
রমজান মিয়াকে ৪ হাজার টাকা এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরপাড়া গ্রামের সেন্টু জানান, অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে তারা গুড় তৈরি করছেন। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চারমন গুড় তৈরি করছেন তারা।
সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক স্যারের নির্দশনায় মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করি। ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার ৩ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তারা ভেজাল গুড় তৈরি করতে ছিলো।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটিলিয়নের সদস্যরা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *