জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে : ১৮ ডিসেম্বর

মানিকগঞ্জের হরিরামপুরে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) শিখন কেন্দ্রের শুভ উদ্ভোদন করা হয়েছে। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এই প্রোগ্রাম চালু করা হয়।

১৮ ডিসেম্বর (শনিবার) পিপলস এ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসোসিয়েশন (পাসা) এর বাস্তবায়নে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে খবির উদ্দিন শিকদারের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে এ শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, এ উপজেলায় ৬০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৪০০ জন বিদ্যালয় বর্হিভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার বিষয়ে সকলকে অবগত করা হয়।

অনুষ্ঠানে ৮-১৪ বছর বয়সী ৬০ জন শিক্ষার্থীকে বই বিতরণের মাধ্যমে এ শিখনকেন্দ্র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক নিখিল চন্দ্র কর্মকার, পিপলস এ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসোসিয়েশন (পাসা) এর নির্বাহী পরিচালক মো. ফরিদ খান, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী প্রমুখ। আকাশ/ গণচেতনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *