
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে দুর্যোগের আগাম প্রস্তুতি বিষয়ে কৃষক, সাংবাদিক ও যুবদের সঙ্গে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়ায় এ মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
স্থানীয় কৃষক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বারসিক এর প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মো. মুক্তার হোসেন, যুব ফ্যাসিলিটেটর রুমা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানাউল হক, বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ বক্তব্য রাখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ, প্রচার সম্পাদক সজিব গুহ মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিব আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য শুভংকর পোদ্দারসহ স্থানীয় প্রায় অর্ধ শতাধিক কৃষক।
সংলাপ ও মতবিনিময় সভায় স্থানীয় কৃষকরা জলবায়ু পরিবর্তন এবং এলাকার বিভিন্ন ছোট নদী ও খালের ওপর বাঁধ দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। তাঁরা এ সমস্ত বাঁধ দ্রুত অপসারণসহ কালভার্ট ও সুইসগেট নির্মাণের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
সভা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ফলের গাছ বিতরণ করা হয় এবং খেজুর ও তালগাছ রোপণ করা হয়।