
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (রবিবার) দুপুর ১২টায় হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন। সভায় সম্ভাব্য প্রার্থীদের মাঝে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। নির্বাচনে যেন কোনো প্রার্থীই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা না করে সেদিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। সকল প্রার্থীই যেন নির্বাচনী আচরণ বিধি যথাযথ মেনে বন্ধু সুলভ আচরণের মধ্য দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের তাগিদ দেন তিনি।
এছাড়াও তিনি সমসাময়িক বিষয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড যেমন : সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, ধর্মীয় উস্কানি ও বাল্যবিবাহসহ সমাজের নানারকম অপরাধের ওপর বিশদ আলোচনা করেন। এ সময় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সরকার দলীয় বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান রাজু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন ও নূরুল ইসলাম মোল্লা। এছাড়াও ৯ টি ওয়ার্ডের সম্ভাব্য একাধিক পুরুষ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম ও এস আই দেলোয়ার হোসেন।