জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুরের ১৩টি ইউনিয়নে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের ৯জন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (বিদ্রোহী) ১জন, বিএনপি ঘরোনার ২ জন ও অন্যান্য ১ জন।

জানা যায়, গত ৫ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে ১নং বাল্লা ইউনিয়নে বেসরকারিভাবে ৪৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন সরকার দলীয় আ’ লীগ মনোনীত মোঃ বাচ্চু মিয়া (নৌকা)। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি পন্থি কাজী রেজা (চশমা) পান ৪৬০৭ভোট। ২ নং গালা ইউনিয়নে ৫৪০৯ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী বিএনপি পন্থি
শফিক বিশ্বাস (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী আ’লীগ মনোনীত মোঃ রাজিবুল হাসান রাজিব (নৌকা) পান ২৯৯৮ ভোট। ৩নং চালা ইউনিয়নে ৪৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আ’লীগ মনোনীত কাজী আব্দুল মজিদ (নৌকা)। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী আ’লীগ দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম শিরু (ঢোল) পান ৪০৮০ ভোট। ৪নং বলড়া ইউনিয়নে ৫৪৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন
আ’ লীগ মনোনীত মোঃ মোসলেম উদ্দিন খান কুন্নু (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থি তারিকুল ইসলাম (চশমা) পান ৩০১৫ ভোট। ৫নং হারুকান্দি ইউনিয়নে ২৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আ’লীগ মনোনীত শেখ মোশারফ হোসেন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ’লীগ দলীয় বিদ্রোহী আসাদুজ্জামান চুন্নু (আনারস) পান ১৮৮৯ ভোট। ৬ নং বয়ড়া ইউনিয়নে ৩০২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরিদুর রহমান (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থি মোঃ জাহিদুর রহমান তুষার পান ২৬৪০ ভোট। ৭নং রামকৃষ্ণপুর ইউনিয়নে ১৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আ’ লীগ দলীয় বিদ্রোহী মোঃ কামাল হোসেন (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’ লীগ মনোনীত মোঃ ইদ্রিস লাভলু (নৌকা) পান ১৭৬৯ ভোট। ৮ নং গোপীনাথপুর ইউনিয়নে ২৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থি আঃ মতিন মোল্লা লাভলু (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’ লীগ মনোনীত সোহরাব আলী আকন্দ (নৌকা) পান ২২৬৪ ভোট। ৯নং কাঞ্চনপুর ইউনিয়নে ১৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আ’ লীগ মনোনীত গাজী বনি ইসলাম রূপক (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ’ লীগ দলীয় বিদ্রোহী মোঃ আফজাল হোসেন ভোলা (ঘোড়া) পান ১৩৭১। ১০নং লেছড়াগঞ্জ ইউনিয়নে ৫৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আ’ লীগ মনোনীত মোয়াজ্জেম হোসেন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী আজাহার উদ্দিন (আনারস) পান ১০৯১ ভোট। ১১নং সুতালড়ী ইউনিয়নে ১৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আ’ লীগ মনোনীত মোঃ আব্দুস সালাম (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থি মোঃ আবদুল হক মোল্লা, (মোটরসাইকেল) পান ৩৪১ ভোট। ১২নং ধুলসুড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন আ’ লীগ মনোনীত মোঃ জায়েদ খান (নৌকা) ১৩ নং আজিমনগর ইউনিয়নে ১৯৯৩ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আ’ লীগ মনোনীত মোঃ বিল্লাল হোসেন (নৌকা)।
,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আরব আলী (মোটরসাইকেল) পান ১৫১৩ ভোট।

উল্লেখ্য, এ উপজেলায় সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ দিন উপজেলার গালা ইউনিয়নের কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে স্বতন্ত্র প্রার্থী ছাব্বির হোসেনের সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এ সময় একঘন্টা ভোট স্থগিত করে রাখে।

রামকৃষ্ণপুর ইউনিয়নে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ইদ্রিস লাভলুর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ লোকমান হোসেনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ৭জন আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে বিজিবি আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ভোট গ্রহণ শুরু হয়।এছাড়াও গোপীনাথপুর ইউনিয়নে ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব আলী আকন্দের সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতির হলেও বাকি ইউনিয়নগুলোর পরিবেশ ছিল খুবই স্বাভাবিক।

এ ব্যাপারে হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, হরিরামপুরে আশানুরূপ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এত বড় উপজেলায় ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। দুএকটি কেন্দ্রে বিছিন্ন ঘটনা ঘটলেও সাথে সাথে আমরা ব্যবস্থামগ্রহণ করেছি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।

হরিরামপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন এবং সদস্য পদে ৩৬৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৪ জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *